আঙ্গেলা ম্যার্কেল আহত
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুইজারল্যান্ডে স্কি করতে গিয়ে আহত হয়েছেন৷শীতকালীন ছুটি কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে৷ স্কি করার সময় পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে তার। ফলে আগামী তিন সপ্তাহ তাকে যতটা সম্ভব শুয়ে থাকতে হবে৷ সে কারণে এ সময়টিতে কোন বৈঠকে অংশ নিতে পারবেন না তিনি৷ কাজ করতে হবে বাড়িতে বসে। ম্যার্কেলের মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। অবকাশযাপন কেন্দ্র সেন্ট মরিজ এর কাছে স্কি করছিলেন ম্যার্কেল। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ম্যার্কেলের মুখপাত্র। আহত...
Posted Under : Health News
Viewed#: 17
আরও দেখুন.

